জমি বিবাদ কে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে খুন এক ব্যক্তি! পুলিশ তদন্ত নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার

রায়দিঘী:নুরউদ্দিন: গতকাল দুপুরে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভার নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর মন্ডলের ঘেরী এলাকায় খুন হল এক ব্যক্তি, মৃতের নাম নিমাই সামন্ত (৬৪)।কি কারনে এই খুন তা তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় রায়দিঘী বিধানসভার মথরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জয়কৃষ্ণপুর মন্ডলের ঘেরির বাসিন্দা নিতাই সামন্তেরে জমি নিয়ে বিবাদ চলছিল খুরতুতো ভাইয়ের সাথে, গতকাল দুপুরে রায়দিঘী থেকে সাইকেল চেপে নিজের বাড়িতে ফিরছিলেন নিতাই সামন্ত। পথে প্রতিবেশী বাসুদেব সামন্ত ও তার সঙ্গীরা দলবল নিয়ে তাকে ধরে ইট দিয়ে তার মাথায় আঘাত করতে থাকে, মারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন নিতাই সামন্ত, তারপর পাড়া প্রতিবেশীরা এলে বাসুদেব সামন্ত ও তার দলবলেরা পালিয়ে যায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রায়দিঘী থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাকে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রায়দিঘী থানার আইসি অমীও কুমার ঘোষ সাহেবের নির্দেশে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করেন। পুলিশের প্রাথমিক অনুমান জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন নিতাই সামন্ত। মৃত নিতাই সামন্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে গ্রেফতার করেছে রায়দিঘী থানার পুলিশ। আজ অভিযুক্তদের ডায়মন্ড হারবার আদালতে পাঠিয়েছে রায়দিঘী থানার পুলিশ। তবে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

     

    রায়দিঘী থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি।