|
---|
নিজস্ব সংবাদদাতা:কুড়িয়ে পাওয়া মোবাইল রাজনগর থানায় ফেরত দিলেন রহমান খান নামে এক ব্যক্তি। সোমবার ১১ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ছিলেন রাজনগর থানার অন্তর্গত গাংমুড়ি গ্রামের কৃষ্ণা স্বর্ণকার। গাংমুড়ি থেকে রাজনগর আসার মুখে রাস্তার মধ্যে হঠাৎই তার সঙ্গে থাকা মোবাইলটা কোথাও পড়ে যায়। মোবাইল হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ওই মহিলা। তিনি রাজনগর থানায় এসে বিষয়টি রাজনগর থানার পুলিশ আধিকারিক রনজিৎ চক্রবর্তীকে জানান । এদিকে রাস্তায় পড়ে থাকা মোবাইলটি কুড়িয়ে পান গোবরা গ্রামের রহমান খান নামে এক ব্যক্তি। পুলিশ আধিকারিক রনজিৎ চক্রবর্তী কৃষ্ণার হারিয়ে যাওয়া মোবাইলটিতে ফোন করলে রহমান খান ফোন ধরেন এবং তার নিজের নাম ঠিকানা পরিচয় জানান এবং তিনি বলেন রাস্তায় তিনি ফোনটি কুড়িয়ে পেয়েছেন। পুলিশ আধিকারিক রনজিৎ চক্রবর্তী রহমান খানকে থানায় আসতে বলেন। রহমান খান থানায় ফোনটি নিয়ে আসেন এবং পুলিশ আধিকারিকের উপস্থিতিতে কৃষ্ণা স্বর্ণকারের হাতে মোবাইল ফোনটি তুলে দেন। মোবাইল ফেরত পেয়ে কৃষ্ণা স্বর্ণকার রাজ্নগর থানার পুলিশ সহ রহমান খানকে ধন্যবাদ জানিয়েছেন। এলাকাবাসীও এই ঘটনায় গোবরার বাসিন্দা রহমান খানকে সাধুবাদ জানিয়েছেন । এ যুগে মোবাইল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস । এই ফোনের মধ্যেই অনেকের বহু গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত করা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইল হারিয়ে গেলে তা ফেরত পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ে । হারিয়ে যাওয়া মোবাইল কুড়িয়ে পাওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রেই সেটিকে সুইচ অফ করে বা নট রিচেবল করে রেখে দেয় অনেকেই । এরপর মোবাইলটিকে পুরোপুরি ভাবে হাতানোর চেষ্টা করা হয়। কিন্তু এক্ষেত্রে সততার পরিচয় দিয়ে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন গোবরা গ্রামের রহমান খান।