|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগরের বড়শাল গ্রামে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তিকে উদ্ধার করা হয় রবিবার সকালে। পরিবার সূত্রে জানা গিয়েছে রফিক মল্লিক নামে বছর ৪৫ এর এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। বেশ কিছুদিন ধরেই তাঁর চিকিৎসাও চলছিল।
রবিবার সকালে নিজের বাড়িতে রফিক মল্লিককে ফ্যানে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাড়ির লোকে উদ্ধার করে। তড়িঘড়ি তাঁকে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।