|
---|
নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়িতে উদ্ধার হল গুজরাটের এক নাবালিকা।অপহরণ মামলায় শিলিগুড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে গুজরাটের রাজকোট প্রদ্যুমননগর থানার পুলিশ।গ্রেফতার এক যুবক।
জানা গিয়েছে, গত ১৯ মে গুজরাটের রাজকোট প্রদ্যুমননগর থানায় এক ১৭ বছরের নাবালিকার অপহরণের মামলা দায়ের হয়।অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ।নাবালিকার ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ।এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করে মাটিগাড়া থানা পুলিশের সহযোগিতায় আজ সকালে প্রধাননগর থানা অন্তর্গত এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়।এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার যুবকের নাম বিশাল লালওয়ানি। সে গুজরাটের বাসিন্দা।রিতিমতো অবস্থা পন্য ঘরের ছেলে এবং মেধাবীও বটে।তার এই কাজের খবরে আবাক স্থানীয় পুলিশও। তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ। নাবালিকাকেও উদ্বার করে পুলিশ একটি হোমে রেখে দিয়েছে পুলিশ।