কাশীর পঞ্চগঙ্গা ঘাটের কাছে অবস্থিত এক মসজিদে পূজার্চনার আরজি জানিয়ে জমা পড়ল পিটিশন

দেবজিৎ মুখার্জি: জ্ঞানবাপী-শাহি ইদগাহর পর এবার কাশীর পঞ্চগঙ্গা ঘাটের কাছে অবস্থিত এক মসজিদে পূজার্চনার আরজি জানিয়ে জমা পড়ল পিটিশন।

    আবেদনকারীদের বক্তব্য ‘বারাণসী গেজেটার’ নামের ইতিহাস বইয়ে বলা হয় হয়েছে সেই জায়গায় আগে ছিল বিন্দুমাধব মন্দির, যা পরবর্তী সময়ে ঔরঙ্গজেব ধ্বংস করে মসজিদ তৈরি করেন। বিষ্ণু পূজা করা হতো সেই মন্দিরে। আগামী শনিবার, অর্থাৎ ৪ জুলাই, জ্ঞানবাপী মসজিদের মামলার শুনানির দিনই এই মামলারও শুনানি রয়েছে।

    এই ঘটনার সূত্রপাত ২০০২ সালে পঞ্চগঙ্গা ঘাটের কাছে নির্মিত সৌধের রক্ষার উদ্দেশ্যে ‘বেণীমাধব কা ধারাহারা বাঁচাও সমিতি’ নিয়ে। ১৯৯৭ ও ২০১৪ সালে স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র পতাকা দক্ষিণপন্থীদের পতাকা উত্তোলন করতে আটকায় পুলিশ। সেই বিতর্কই এবার নিলো নয়া মোড়।