|
---|
নিজস্ব সংবাদদাতা : বজ্রপাতের ফলে আগুনে ভষ্মীভূত হয়ে গেল একটি চলন্ত গাড়ি। কোনওরকমে প্রাণে বাঁচলেন গাড়ির চালক ও এক যাত্রী। বুধবার সকালে হুগলির দাদপুরে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয় দাদপুর থানার পুলিশ। নিম্নচাপের জেরে বেশ কিছুদিন ধরেই গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটেই চলেছে। বুধবার সকালেও হুগলিতে একই পরিস্থিতি ছিল। কিন্তু বজ্রপাতের ফলে চলন্ত গাড়িতে আগুন ধরে যাবে এমন ঘটনা ভাবতে পারেননি গাড়ি চালক ও গাড়ির মালিক কেউই। এই দিন সকাল ১১ টা নাগাদ নিজের গাড়ি নিয়ে কাজের জন্য ধনিয়াখালি থেকে সিঙ্গুর যাচ্ছিলেন সবিতা সাহা ও তার ড্রাইভার কিতাবুল মল্লিক। দাদপুরের মোস্টিগিরি ব্রিজের সামনে দিয়ে যাওয়ার সময় একটি ট্রান্সফর্মার বাজ পরে।গাড়িতে থাকা দুই জনই গাড়ির ভেতর থেকেই সেই বজ্রবিদ্যুতের আঁচ অনুভব করেন। তারপরেই হঠাৎই গাড়ির স্টেয়ারিং থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। চোখের পলকেই গাড়িতে আগুন লেগে যায়। মিনিট ৫ এর মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। গাড়ির চালক কিতাবুল মল্লিক বলেন, হটাৎ গাড়িটিতে ধোঁয়া হয়ে যায়। ধোঁয়া দেখে তড়িঘড়ি ব্যাটারির লাইন কেটে দেন তিনি। তার পরও আগুন জ্বলতে থাকে গাড়িতে । তিনি আরও বলেন,’আমরা সকলেই বেরিয়ে এসে প্রাণে রক্ষা পাই। পুরো গাড়িটি চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়।’গাড়ির মালিক সবিতা সাহা বলেন, সামনে ট্রান্সফরমারে একটি বাজ পড়তে দেখেন তারা। তারপর থেকেই গাড়ি স্টেয়ারিং দিয়ে ধোঁয়া বেরোতে শুরু হয়। তিনি গাড়ি থেকে নেমে সামনের বনেট খুলে ড্রাইভারকে দেখতে বলেন ততক্ষণেই গাড়িতে আগুন লেগে যায়। কোনরকমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। পুলিশ সূত্রে খবর, বাজ পড়ার ফলে গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। গাড়ির ভিতরে কেউ না থাকায় সবাই প্রাণে বেঁচে যায়।