|
---|
কলকাতা: কলকাতার আরজিকর হাসপাতালে কিডনি প্রতিস্থাপন বিভাগ খুব দ্রুত চালু হবে। কিডনি রোগীদের ক্ষেত্রে যা বিশেষ কার্যকর।
এছাড়া কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন হয়েছে। এর সাথে সাথে রোগীর পরিবারের সদস্যরা যাতে নিশিযাপন করতে পারে সেই ব্যবস্থাও রয়েছে, পাশাপাশি পানীয় জলের সুবন্দোবস্ত করা হয়েছে। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই ধরনের পরিকাঠামো উন্নয়ন হলে রোগী ও রোগীর পরিবারদের বিশেষ সুবিধা হবে।