|
---|
নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি বছরের মত এবছরেও রাজ্য সরকার দুর্গা পুজোকে কেন্দ্র করে নিয়ে এল একগুচ্ছ প্যাকেজ। এই পুজো পরিক্রমা ২০১৯ কর্মসুচীর নাম ‘পুজোর উল্লাসে আনন্দের স্রোতে’। এই পুরো কর্মসূচীর আয়োজন করছে পর্যটন দপ্তর।
যাতে আগ্রহী মানুষরা এই পরিক্রমার সুযোগ নিতে পারেন, তাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বুকিং। অনলাইনে বুকিং করতে www.wbtdcl.com এছাড়া অন্য কোনও সহায়তার জন্য থাকছে টোল ফ্রি নম্বর ১৮০০ ২১২১ ৬৫৫
ক্রুজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
প্রস্থান: নিউ বাবুঘাট জেটি
সকালের সূচী: ৫, ৬, ৭ অক্টোবর, ২০১৯ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা
জনপ্রতি খরচ: ১,৫০০ টাকা (লাঞ্চ ও ট্যাক্স সহ)
বিকেলের সূচী: ৫, ৬, ৭, ৮ অক্টোবর, ২০১৯ প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
জনপ্রতি: ১,৭০০ টাকা (ডিনার ও ট্যাক্স সহ)
এছাড়াও আয়োজন করা হয়েছে ক্রুজে চড়ে প্রতিমা বিসর্জন দেখার
প্রস্থান: নিউ বাবুঘাট জেটি
তারিখঃ ৯, ১০ অষ্টোবর ২০১৯
জনপ্রতি: ৮০০ টাকা (স্ন্যাক্স ও ট্যাক্স সহ)
প্রথম ট্রিপ: সন্ধ্যা ৬টা থেকে রাত ৭.৩০ মিনিট।
দ্বিতীয় ট্রিপ: রাত ৮টা থেকে রাত ৯.৩০ মিনিট।