|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, সাহিন আকতার: পরিচালিত অল্প আলোয় বেঁচে থাকা মানুষদের গল্প “গন্তব্য” 3rd Ritu Rangam Film Festival এ সেরা অভিনেতার পুরস্কার পান সোমনাথ মন্ডল ও সেরা অভিনেত্রীর পুরস্কার পান মধুমিতা কাব্য। সোমনাথ মন্ডলের অভিনয় এই ছোটো ছবির সব থেকে বড় সম্পদ। রিক্সার চাকার ঘুর্ণির মতো একই ছন্দে চলতে থাকা ঘটনার আবর্তে আবর্তে পরিচালক গল্পকে এগিয়ে নিয়ে গিয়েছেন বেশ দক্ষতার সাথে। অন্যদিকে মধুমিতা কাব্য তার অভিনয়ের ছাপ ছেড়ে গেছে খুব সুন্দরভাবে। ক্যামেরার কাজ ও সম্পাদনা ছবিটিকে এক অন্যমাত্রা দিয়েছে। সাহিন আকতার-এর পরিচালনা সত্যি প্রশংসার দাবি রাখে। আগামীতেও তার ছবি সম্মানের পাশাপাশি দর্শকের মন ছুঁয়ে যাবে বলা যেতে পারে। প্রসঙ্গত এই ছবির সহকারী পরিচালক তানবির কাজি বলেন, কোনো কাজ করার পর তার উপযুক্ত সম্মান পেলে সত্যি খুব ভালো লাগে।