|
---|
উজির আলী,চাঁচলঃ২৪ সেপ্টেম্বর
টানা বৃষ্টির জেরে ধস নামছে পুকুরে, তলিয়ে যাচ্ছে বাড়ির একাংশ। পুকুর গিলতে শুরু করেছে বাসস্থান।মালদহের চাঁচল ২ নং ব্লকের গৌরহন্ড পঞ্চায়েত এলাকার কাপশিয়া সংসদে এই ঘটনায় রীতি মতো আতঙ্কের থাবা বসিয়েছে। ওই গ্রামের পুকুরের ধারে ২০ টি পরিবারের বসবাস। মূলত তারা আদিবাসী সম্প্রদায়ের বলে খবর।
সকলেই শ্রেমিক শ্রেনীর। দিনমজুরী করে সংসার চলে তাদের।এমতাবস্থায় টানা বৃষ্টির জেরে পুকুরে ধস নামতে শুরু করেছে। বৃহস্পতিবার ভোরবেলায় মুনিলাল নুনিয়া, ছোটুলাল নুনিয়াদের শৌচগার পুকুরে তলিয়ে গেছে বলে জানান তারা।
বাড়ির অংশটুকুও গ্রাস করছে বলে আতঙ্কে ভুগছেন ওই কুড়িটি পরিবার।
সূত্রে খবর, পুকুর পঞ্চায়েতের নিজস্ব, মাছ চাষের জন্য লিজ দেওয়া হয়। পুকুর থেকে আয় হলেও দীর্ঘদিন ধরে সংস্কার হয়না বলে অভিযোগ বাসিন্দাদের।
গ্রামবাসীর দাবী, অবিলম্বে পঞ্চায়েতের তরফে গার্ডওয়াল নির্মান করা হোক পুকুর পাড়ে। নইলে গৃহহীন হয়ে পড়ব আমরা সকলে। বাসিন্দা মুনিলাল নুনিয়ার অভিযোগ, বিষয়েটি বার বার পঞ্চায়েত প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি।
এদিন ঘটনা পরিদর্শনে যান মালদা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন। তিনি পরিবারগুলোকে ত্রিপল দিয়ে সাহায্য করেছেন এবং ওই পুকুরটির ধস রোধের জন্য প্রশাসনের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।