|
---|
নিজস্ব সংবাদদাতা: পাচারের আগে ৭০০ গ্রাম সোনার বিস্কুট সহ গ্রেপ্তার হল এক ব্যক্তি। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর ও শিলিগুড়ি কাস্টমস প্রিভেন্টিভ ইন্টেলিজেন্স ইউনিট যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃতের নাম রোহিত কুমার। সে বিহারের সমস্তিপুরের বাসিন্দা। শিলিগুড়ির বর্ধমান রোডে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে মোট ৬টি সোনার বিস্কুট মিলেছে। যার বাজারমূল্য ৩৫ লক্ষ টাকা।
অভিযোগ, বাংলাদেশ থেকে কোচবিহারে সোনার বিস্কুটগুলি নিয়ে আসা হয়। এরপর রোহিত কুমার কোচবিহারে গিয়ে সোনার বিস্কুটগুলি সংগ্রহ করে শিলিগুড়িগামী একটি বাসে ওঠে। শিলিগুড়িতে এসে জংশন এলাকা থেকে বিহারের বাস ধরার পরিকল্পনা ছিল অভিযুক্তের। জানা গিয়েছে, ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি করতেই বিস্কুটগুলি উদ্ধার হয়। ব্যাগের মধ্যে বিশেষ চেম্বার করে সোনার বিস্কুটগুলি লুকোনো ছিল। গোয়েন্দা সূত্রে খবর, সোনাগুলি আরব থেকে নিয়ে আসা হয়েছিল। কারা বাংলাদেশ হয়ে সোনা কোচবিহারে নিয়ে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।