|
---|
নিজস্ব সংবাদদাতা : ঝাড়খণ্ড হয়ে গরু বোঝাই করে পিকআপ ভ্যান ঢুকেছিল বাংলায়। ডুবুডি চেকপোস্ট এড়িয়ে গ্রামের ভেতর হয়ে কুলটি এলাকায় ঢুকতেই স্থানীযদের সঙ্গে নিয়ে কুলটি তৃণমূল নেতা কর্মীরা সেই গাড়িকে ধরে ফেলে। তিনটি পিকআপ ভ্যানে করে মোট ২১ থেকে ২২ টি গরু ধানবাদ থেকে বীরভূমে পাচার হচ্ছিল বলে অভিযোগ।দুটি গাড়ি পালিয়ে গেলেও একটি গাড়িকে তারা ধরে ফেলে। গাড়ির মধ্যে ছিল সাতটি গরু। কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের হাতে সেই গাড়ি তারা তুলে দেয়। তৃণমূল নেতৃত্বের দাবি, পুলিশি গাফিলতিতে ঝাড়খণ্ড থেকে বাংলায় অবৈধভাবে পাচারের গরু ঢুকছে অথচ বদনাম হচ্ছে তৃণমূল। পুলিশের পাশাপাশি এমভিআই ডিপার্টমেন্টের দিকেও তারা অভিযোগের আঙুল তুলেছেন। তৃণমূল নেতৃত্বের দাবি পুলিশ তদন্ত করে বার করুক কারা এই পাচার চক্র চালাচ্ছে।উল্লেখ্য, এর আগেই দেখা গিয়েছিল, গরু পাচারের সেফ করিডোর হয়ে উঠছে আসানসোল ২ নম্বর জাতীয় সড়ক। সেই ঘটনা আরও একবার প্রমাণিত হল এদিন।