|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: সোমবার দুপুরে দক্ষিণ চিনের গুয়াংঝাউ প্রদেশের দুর্গম এলাকায় ভেঙে পড়ল চিনের, ১৩৩ জন নিয়ে, এক যাত্রীবাহী বিমান। বিমানের আর কেউই জীবিত নেই বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনার কারণ অজানা এখনো অবধি।
জানা গেছে, সোমবার কানমিং থেকে গুয়াংঝাউ আসছিল ৭৩৭ বোয়িং বিমানটি। সেই সময় গুয়াংঝি প্রদেশে আচমকাই একটি পাহাড়ে উপর ভেঙে পড়ে সেটি। পাহাড়ের জঙ্গনে আগুন ধরে যায়।
শেষ পাওয়া খবর অনুযায়ী, চলছে উদ্ধারকার্য। এখনো অবধি এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি চিনের প্রশাসনের তরফ থেকে।