তালিবানদের কব্জায় পাকিস্তানের একটি থানা

নিজস্ব সংবাদদাতা : ২৪ ঘন্টারও বেশি সময় ধরে পাকিস্তানের একটি থানা দখল করে রেখেছে তালিবান জঙ্গিগোষ্ঠী। থানার সমস্ত পুলিশ ইন্সপেক্টরদের কে বন্দী করে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তর-পশ্চিম অংশের ফাইবার প্রদেশে। পরিস্থিতি যথেষ্ট উদ্যোগ জনক বলে মনে করছেন অনেকেই। এখানেই শেষ নয় গত সপ্তাহে সীমান্ত এলাকায় আফগানিস্তান থেকে ক্রমাগত গোলাবারুদ দিয়ে হামলা চালানো হয়। হামলায় মোট ৭ জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন জানা গিয়েছে এ ছাড়া আহত আরো ৩০ জন। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পুনরায় শান্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানের বিদেশ মন্ত্রকে বিষয়টি নিয়ে পর্যালোচনা করার কথা বলা হয়েছে।