|
---|
নিজস্ব সংবাদদাতা: এস এস সি – নার্স নিয়োগে দুর্নীতি, দল বাজি,বেকারি,নারী নির্যাতন,দুয়ারে মদ প্রকল্প, এবং পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি,জাতীয় শিক্ষানীতি 2020 , সাম্প্রদায়িক রাজনীতি সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিরোধে আগামী ২৯ শে জুন কলকাতায় আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয় এস ইউ সি আই (কমিউনিস্ট ) পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে।সেই ঘটনার সমর্থনে শুক্রবার বিকেলে বীরভূম জেলার মুরারই নতুন বাজার এলাকায় এস ইউ সি আই (কমিউনিস্ট ) দলের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য মদন ঘটক । এছাড়াও উপস্থিত ছিলেন এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির মুরারই লোকাল কমিটির সম্পাদক গোলাম মুজতবা সহ অন্যান্য নেতৃত্বগন।