|
---|
দিনাজপুর: মুখ বেঁধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া ওই নাবালিকাকে বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে।
নির্যাতিতা ওই নাবালিকার মায়ের অভিযোগ, রমজান মাস চলাই তাদের মেয়ে গত ৩ই এপ্রিল ভোরবেলা প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে সেই সময় এলাকারই এক যুবক তাদের মেয়েকে মুখ চেপে জোর পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর মেয়ের চেঁচামেচিতে পরিবারের লোকেরা হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত যুবককে। পরে অভিযুক্ত যুবকের পরিবার জানতে পারে তাদের ছেলেকে আটকে রাখা হয়েছে এরপরই তারা ওই যুবককে কার্যত গায়ের জোর দেখিয়ে নিয়ে চলে যায়।এমনকি নাবালিকার পরিবারকে প্রাণে মারার হুমকি দেন অভিযুক্ত যুবক।
পুরো ঘটনা নিয়ে গত রাতে অভিযুক্তের নামে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেন নাবালিকার মা।
অভিযোগ হাতে পেয়ে পুরোও ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নির্যাতিতা ওই নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়েছে।