|
---|
জলপাইগুড়ি: ধুপগুড়ি জেলার গয়রাকুঠি গ্রাম,এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে রেশন পাচ্ছেন না।গত একমাস ধরেই তারা এই অভিযোগ করে আসছিলেন।অবশেষে গতকাল গয়রাকাটা গ্রামের কৃশমুন্ডি এলাকায় এক ট্রাক ভর্তি রেশন সামগ্রী আটক করেন ওই এলাকার বাসিন্দারা।খবর দেওয়া হয় পুলিশকে,পুলিশ এসে সুজিত মাহাতো নামে এক রেশন ডিলারকে গ্রেপ্তার করেছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন থেকেই তারা ঠিকমত রেশন পাচ্ছিলেন না,এ নিয়ে রেশন ডিলারকে বার বার জানানো হলেও কর্নপাত করতেই চান নি রেশন ডিলার।রেশন অফিসে গেলেই তাদের শুনতে হত আজ চাল নেই,কাল আটা নেই। এ নিয়ে ক্ষোভও বাড়ছিল তাদের মনে,অবশেষে তারা খবর পান ট্রাকভর্তি রেশনের জিনিস বাইরে চলে যাচ্ছে।প্রায় পঞ্চাশ জন গ্রামবাসী গিয়ে রাত সাড়ে নটার সময় আটকান ওই ট্রাকটিকে।ওই এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চয়েত প্রধান অশোক চৌধুরী জানান আমি পুরো ঘটনাটা শুনেছি।আমি কথা দিচ্ছি যারা আসল দোষী তারা শাস্তি পাবেই।রেশন দোকান থেকে মাত্র পনেরো মিনিট দুরে একটি বাড়ি থেকেই রাতের অন্ধকারে পাচার করা হত রেশনের যাবতীয় সামগ্রী।পুলিশ ওই বাড়ির মালিক সঞ্জয় বিশ্বাসকে গ্রেপ্তার করেছে।