|
---|
নিজস্ব প্রতিবেদন: নামের টয় ট্রেন, পর্যটকদের মনোরঞ্জনের জন্য সবকিছু মজুদ রয়েছে টয় ট্রেনে। পাহাড়ের কোল ঘেঁষে টয় ট্রেন করে পাহাড়ি সফরের মজাটাই একেবারে আলাদা। হিমালায়ান রেলওয়ে জানিয়েছে গত মে মাসে রেকর্ড সংখ্যক টয় ট্রেনের টিকিট বিক্রি হয়েছে।
141 বছর ধরে পর্যটকদের মনোরঞ্জন করে আসছে টয় ট্রেন, তবে টিকিট বিক্রি করে একটা লাভের মুখ দেখতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সব হিসেব পাল্টে দিয়ে শুধু মে মাসে টয় ট্রেনের টিকিট বিক্রি হয়েছে তিন কোটি কুড়ি লক্ষ্য টাকার, কর্তৃপক্ষের খরচ আনুমানিক দুই কোটি 75 লক্ষ্য টাকা। আসলে টয় ট্রেনের পরিকাঠামো পরিবর্তন করা হয়েছে, পর্যটকদের কাছে আকর্ষণীয় করার সবরকম চেষ্টা করা হয়েছে। ছোট ছোট রুটে জয় রাইড গুলি চালু করা হয়েছে, যেগুলি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। জঙ্গল সাফারি, পান্ডা সাফারি, সহ বিভিন্ন সাফারি গুলি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এর আগে 2018 সালের মে মাসে দুই দশমিক সাত কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল, যেটা সর্বোচ্চ ছিল। এবছর পুরনো রেকর্ড কে ছাপিয়ে নতুন রেকর্ড কায়েম হয়েছে। 2022 সালের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত আনুমানিক চার লক্ষ টাকার কিছু উপরে টয় ট্রেনের টিকিট বিক্রি হয়েছিল, কিন্তু মে মাসে যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে তা সর্বকালের রেকর্ড।