জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত কাঁটামারির বাসিন্দা

বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : গত সোমবার ঝড়খালি বনদপ্তর থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যায় কুলতলী ব্লকের দেউলুবাড়ী দেবীপুর অঞ্চলের কাঁটামারির বাসিন্দা। সোমবার দেউলবাড়ী এলাকা থেকে দুটি নৌকা নিয়ে ছয় জন মৎস্যজীবী বিদ্যার চড় সলঙ্গ নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে যায়। দিলীপ সর্দার, রঘুনাথ সরদার, বিপুল সরদার, শ্যামল মন্ডল, মানবেন্দ্র হালদার, হৃদয় সরদার, শনিবার ভোর নাগাদ সকালে চা খাওয়ার জন্য মুখ ধোয়ার মুহূর্তে বাঘ মামা জঙ্গল থেকে নৌকার উপরে থাকা দীলিপ সর্দার এর উপরে ঝাঁপিয়ে পড়ে, নৌকা থেকে তাকে নিয়ে নদীতে পড়ে ,সাথে থাকা পাঁচ সহকর্মীর তৎপরতায় বাঘ মামাকে হটাতে পারলে ও শেষ রক্ষা পায়নি দিলীপ সর্দার। সঙ্গে থাকা ব্যক্তিরা তড়িঘড়ি তার নিথর দেহটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ।বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের একমাত্র রোজগেরে বাঘের আক্রমণে প্রাণ দিতে হলো। পরিবারের একমাত্রই অবলম্বন দিলীপ সর্দার না ফেরার দেশে চলে যাওয়ায়। পরিবারে ১৩-১৪ বছরের দুই ছেলে মেয়ে ও তার স্ত্রী বর্তমান। এই অসহায় ছোট ছেলেমেয়েদের মুখের অন্য তুলে দেওয়ার মত বিকল্প কর্মসংস্থান তাদের আর নেই। দিনের পর দিন জীবন জীবিকার সন্ধানে নদীতে মাছ কাঁকড়া ধরে যাদের সংসার চলে আজও সেই সমস্ত পরিবারের করুণ দুর্দশার মধ্যে। বাঘের আক্রমণে প্রাণ দিতে হলো সঙ্গে থাকা লোকজন নিয়ে আসে বাড়ির উদ্দেশ্যে এই মুহূর্তে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এমনি ভাবে মৃত্যু মিছিল সুন্দরবন লাগোয়া এলাকায় দিনের পর দিন চলছে।