এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা : এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। আর ঐ অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পরল অভিভাবক অভিভাবিকারা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারী ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়।

    জানা গিয়েছে, গ্রীস্মের ছুটির আগে স্কুলের এক তৃতীয় শ্রেনীর ছাত্রীর সাথে স্কুলে শ্লীলতাহানি করে স্কুলেরই এক পার্শ্ব শিক্ষক।এরপর স্কুলে গ্রীস্মের ছুটি পড়ে যায়। দীর্ঘদিন ঐ ছাত্রী বাড়িতে কিছু না জানিয়েই ছিল।সম্প্রতি গ্রীস্মের ছুটি হয় স্কুল খোলে। কিন্তু ঐ ছাত্রী স্কুলে যেতে আপত্তি করে। এরপর তার পরিবারের লোকজনের সন্দেহ হয়। এর পর তাকে জিঞ্জাসাবাদ করলে সে পুরো ঘটনা জানায় পরিবার কে। বিষয়টি জানাজানি হতেই শনিবার দুপুরে ঐ স্কুল চত্বরে ভীড় জমে যায়। অভিভাবকেরা দাবী করেন অবিলম্বে ওই ইষ্কুল শিক্ষককে ঘর ছাড়া এবং ওই এলাকা থেকে চলে যেতে বলতে হবে।ওই শিক্ষক যদি ইষ্কুলে থাকেন তবে এলাকার পরিবেশ নষ্ট হবে বলে দাবী করেন তারা।