ICCR এ আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটসের উদ্যোগে শিশু অধিকার ও শেয়ার্ড প্যারেন্টিং বিষয়ক একটি সেমিনার

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আজ বৃহস্পতিবার, ২৩শে জুন কলকাতার হোচিমিন সরণি এলাকায় ICCR এ আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটসের উদ্যোগে শিশু অধিকার ও শেয়ার্ড প্যারেন্টিং বিষয় একটি সেমিনার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন জজ সাহেব বিচারপতি সমরেশ ব্যানার্জি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী মহাশয়া, সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, বিভিন্ন আইনজীবী ও সমাজসেবীরা।

    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংঠনের কর্ণধার অরিজিৎ মিত্র ও চেয়ারম্যান শৈবাল বসু মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত অথিতিরা শিশু অধিকার ও শেয়ার্ড প্যারেন্টিংয়ের বিষয় বক্তব্য তুলে ধরেন। কিভাবে আমাদের সমাজে শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বা কিভাবে শিশুরা তাদের মা-বাবার বিচ্ছেদের জন্য স্কুলে বা সমাজে হেনস্তার শিকার হচ্ছে এবং এতে কি ধরনের মানসিক চাপ পড়ছে তাদের উপর।

    সংঠনের কর্ণধার অরিজিৎ মিত্র ও চেয়ারম্যান শৈবাল বসু মহাশয় জানালেন তারা ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয়ে PIL ফাইল করেছেন এবং আগামী দিনে তাদের লক্ষ্য আরো বেশি জনগণের কাছে পৌঁছে তাদের সচেতন করা।