হাতুড়ে ডাক্তার খানা থেকে উদ্ধার ছয় সাত ফুটের একটি অজগর।

আজিম শেখ,নতুন গতি, বীরভূম:-

    বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত মাসড়া গ্রাম পঞ্চায়েতের অধীন মাসড়া গ্রামে একটি হাতুড়ে ডাক্তার খানা । এলাকাটি সাধারণত পাথর শিল্পের জন্য পরিচিত বহু মানুষের জনবহুল এলাকা।
    বিভিন্ন জায়গার লেবার শ্রমিক এখানে কাজ করেন। দিনরাত ছোট,বড়ো অ্যাকসিডেন্ট হতেই আছে তাই এলাকার মানুষ এককথায় চেনেন হাতুড়ে ডাক্তার টি কে। নাম মো: আলমগীর হোসেন আজ দুপুর ১২টা নাগাদ তার সেই জঙ্গলের ধারে ছোট্ট একটা কুড়েঘরে চেম্বার খানার মধ্যে দেখা গেছে একটি বৃহৎ আকার অজগর এটি প্রায় ছয় সাত ফুটের মত। ওজন প্রায় আনুমানিক১৮ কেজি থেকে ২০কেজি মধ্যে।


    সর্বপ্রথম চেম্বারে সাপের নাম শুনে এলাকার মানুষ উপরে পড়েছে দেখার জন্য ।বহু চেষ্টার পরেও উদ্ধার করতে না পেরে খবর দেওয়া হয় বনকর্মীদের কে। তাদের আসতে দেরি হয়াই কাষ্ঠগড়া গ্রামের এক যুবক নয়ন শেখ সাপটিকে চেম্বারে ভেতর থেকে বাইরে বের করেন। পরে সকলের সহযোগিতায় সাপটিকে চেম্বার থেকে দূরে নিয়ে যাওয়া হয় এবং বনকর্মী বিট অফিসার( অশোক লেট) আসেন।
    গ্রামবাসী ও সকলের সহযোগিতায় অজগরটি কে তুলে দেই বিট অফিসার অশোক লেটের হাতে।
    অশোক বাবু জানান এই সাপটিকে আমি তুমবুনি রেঞ্জার অফিসে নিয়ে যাব তারপরে এর শারীরিক পরীক্ষা করার পরে একে জঙ্গলে ছেড়ে দেয়া হবে।