|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : বকুলতলা জমিয়ত উলামায়ে হিন্দের অফিসে এক জরুরী মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ের পৌরহিত্য করেন বকুলতলা জমিয়তের সভাপতি জনাব মাওলানা রফিকুল হাসান সাহেব। আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম দূয়ারে জমিয়ত প্রোগ্রাম চালু করা, যার মাধ্যমে এলাকার ঐ সব মসজিদ যাদের এখনো পর্যন্ত কোন কারন বশতঃ দানকৃত জমি মসজিদের নামে রেকর্ড ভুক্ত করা সম্ভব হয়নি তাদের রেকর্ডভুক্তীকরনে সাহায্য করা,প্রত্যেক এলাকায় জমিয়তের কমিটি গঠন করা, মাদরাসাগুলিকে সার্বিক সহযোগিতা করা। আসন্ন শীতের সময় শীতবস্ত্র বিতরণ করা ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের সুশিক্ষার মাধ্যমে পথ দেখানো। বিশেষ আলোচনা করা হয়, উপস্থিত ছিলেন উক্ত কমিটির বিভিন্ন পদাধিকারী সদস্যগণ যথা হাফেজ নুরুজ্জামান হাফেজ,সোহরাব সাহেব, মুফতি ইছা মাওলানা, হারুন রশীদ, মাওলানা আলীনুর,মাওলানা আবু সিদ্দিক,মাওলানা খয়রুল আলম, মাওলানা হাসান, মাওলানা মুকাররম, মাওলানা, আরসাদ,হাফেজ হাবিবুললাহ, হাফেজ আবুল বাশার মাওলানা আমজাদ হোসেন, মাষ্টার নূরহোসেন সহ বিভিন্ন এলাকার উলামায়ে কেরামগন।সভা পরিচালনা করেন মুফতি আমিরালী মাজাহেরী সাহেব।