নিট এ প্রথম হওয়া শোহেব আফতাব কে জঙ্গী তকমা দিলো এক শিক্ষক

দুর্গাপুরের শিক্ষকের জঘন্য মানসিকতায় তীব্র নিন্দা জানিয়েছে নেটদুনিয়া

     

    নতুন গতি প্রতিবেদক : এবার নিটে ৭২০ তে ৭২০ পেয়ে প্রথম স্থান অধিকার করে ইতিহাস গড়েছেন শোহেব আফতাব। কিন্তু তাঁর নাম শুধুমাত্র মুসলিম হওয়ায় তাকেও জঙ্গী তকমা দিতে ছাড়লো না এক শিক্ষক। তাঁর এমন জঘন্য মানসিকতায় তীব্র নিন্দা জানিয়েছে নেটদুনিয়া। অনেকে আবার তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন। একজন মানুষ গড়ার কারিগর এর এমন খবরে খুশি হওয়া উচিত কিন্তু যদি এমন ধর্ম বিদ্বেষী মানসিকতা হয় তবে ক্লাসে তিনি পড়ুয়াদের কি শেখান?

     

    গত ১৬ তারিখ নিট এর রেজাল্ট বের হয়।শোহেব আফতাব এর প্রথম হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিটি অনলাইন ও নিউজ চ্যানেল সেই খবর করে। বাংলার এক পোটাল আফতাবের সেই খবর করে তেতে দুর্গাপুরের মানিক চন্দ্র দাস নামের এক জঘন্য মানসিকতার শিক্ষক মন্তব্য করেন ” দেখিস জঙ্গী হোয়ে যাস না! তোদের সভান ত”। এর পরেই ওই শিক্ষকের মন্তব্যের স্ন্যাপশট ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

     

    উল্লেখ্য কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই দেশের মাটিতে বিভিন্ন ভেবে হেনস্থার শিকার হচ্ছেন মুসলিমরা। তীব্র বেগে ছড়াচ্ছে ধর্ম বিদ্বেষ। বোঝাই যাচ্ছে মোদী সরকারের শাসনে দেশের মুসলিমদের করুণ অবস্থার কথা।