| |
|---|
খান আরশাদ, বীরভূম:
স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল রাজনগরের গোয়াবাগান গ্রামের এক কিশোরের।
রাজনগরের গাংমুরি-জয়পুর অঞ্চলের গোয়াবাগান গ্রামের টোটন ঘোষ নামে ১৮ বছর বয়সী এক কিশোর স্থানীয় সিদ্ধেশ্বরী নদীতে স্নান করতে গেছিল রবিবার সকালে।
নদীতে জলের প্রচন্ড স্রোত থাকায় ওই কিশোর নদীর জলে তলিয়ে যায়।
ঘটনার জানাজানি হতেই স্থানীয়রা নিখোঁজ ওই কিশোরকে খোঁজাখুঁজি শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের কর্মকর্তারা।
বেশ কিছুক্ষণ জলে খোঁজাখুঁজির পর স্থানীয়রা রুহিদা ঘাটে ওই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এরপর রাজনগর থানার পক্ষ থেকে ওই কিশোররের দেহ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


