|
---|
নতুন গতি নিউজডেস্ক: তেহট্ট পাকিস্তানের গুলিতে মৃত্যু হল তেহট্টের এক যুবকের।পাকিস্তানের গুলিতে শহীদ হলেন তেহট্টের এক সেনা জওয়ান। জানা গেছে, তেহট্টের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সুবোধ ঘোষ(২৪) কাশ্মীরে ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলেন। চার বছর আগে সুবোধ ইন্ডিয়ান আর্মিতে যোগদান করেন। শুক্রবার বিকেল চারটে নাগাদ তার বাড়িতে মৃত্যুর খবর আসে। সুবোধের বাড়িতে ফোনে জানানো হয় পাকিস্তানের গুলিতে মৃত্যু হয়েছে তার। ঘটনার খবর গ্ৰামে পৌছোতেই শোকের ছায়া নেমেছে তার বাড়ি সহ গোটা এলাকায়।
সুবোধের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বছরই সুবোধএর বিয়ে হয় ।একটি তিন মাসের কন্যা সন্তান রয়েছে। গত জুলাই মাসে ছুটিতে বাড়ি আসলেও বেশিদিন পরিবারের সঙ্গে কাটাতে পারেননি সে। ছুটির বেশিরভাগ সময়ই কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল তাকে ।নিজের যোগ্যতায় খুব অল্প বয়সে চাকরি পেয়েছিল সুবোধ। রঘুনাথপুর গ্রামের মানুষজন প্রত্যেকেই ভালোবাসতেন তাকে। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই গোটা গ্রামে দীপাবলীর আনন্দটা যেন ফিকে হয়ে গেল। মৃতদেহ কবে বাড়ি ফেরে সেই আশাই রয়েছেন সুবোধেরদের পরিবার সহ গোটা গ্রামবাসী।