|
---|
সেখ রিয়াজুদ্দিন, রামপুরহাট:- রামপুরহাট ভারসালা মোড়ে শুক্রবার এম পি জে জুয়েলার্স শো রুমের শুভ উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এদিন নায়িকা বীরভূমে এসে সর্ব প্রথম তারাপীঠে গিয়ে মা তারার মন্দিরে পুজো দেন। তার পরেই যোগ দেন রামপুরহাটের এম পি জে জুয়েলার্স এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি চলচ্চিত্র জগতের কথা প্রসঙ্গ তুলে ধরেন এবং জানান যে গত তিন বছর আগে অভিনয় করা বাংলা ছায়াছবিটি আজকেই মুক্তি পেয়েছে ।ছায়াছবির নাম “হাবজি গাবজী”- এই ছায়াছবিটি সাধারণত বাচ্চাদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। বর্তমানে প্রতিটি বাড়িতেই ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল এখন খেলনা হয়ে উঠেছে।যাহা সারাদিন গেম খেলতে খেলতে যে পর্যায়ে চলে যায় সেই পরিস্থিতি বা উদ্দেশ্যেই বানানো হয়েছে এই ছায়াছবিটি। উপস্থিত দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে ছায়াছবিটি দেখার অনুরোধ জানান।