একটু দেরি হলেই ঘটে যেতে পারত মর্মান্তিক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক:- সামান্য একটু দেরি হলেই ঘটে যেতে পারত মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন (Train) আর প্ল্যাটফর্মের মাঝে পড়ে যাচ্ছিলেন দুই মহিলা যাত্রী (Woman Passenger)। কোনওক্রমে ট্রেনের দরজার হাতল ধরে ঝুলতে থাকেন। সেই সময় দৌড়ে এসে তাঁদের প্রাণ বাঁচান কর্মরত আরপিএফ (RPF) কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) ব্যান্ডেল স্টেশনে (Bandel Station)। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভিতে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা দশে ব্যান্ডেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ডাউন ব্যান্ডেল – হাওড়া লোকাল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। নির্দিষ্ট সময়েই ট্রেন ছাড়ে। কিন্তু ট্রেন ছাড়তেই দেখা যায় দুই মহিলা যাত্রী দৌড়ে এসে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। দুই মহিলা যাত্রীরই বয়স পঞ্চাশের কাছাকাছি। একেবারে ভোরের ট্রেন হওয়ায় সেই সময় ট্রেনেও যাত্রী কম ছিল। প্ল্যাটফর্মেও হাতে গোনা কয়েকজন যাত্রী ছিলেন। তাঁরা জানাচ্ছেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে টাল সামলাতে পারেননি ওই দুই মহিলা যাত্রী। আর তারপরই টাল সামলাতে না পেরে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল তাঁদের। কোনওক্রমে ট্রেনের দরজার হাতল ধরে ফেলেন। কিন্তু তারপর দেখা যায় ট্রেনের দরজার লোহার রড ধরে তাঁরা চলন্ত ট্রেনের সঙ্গে এগিয়ে চলেছেন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা এবং প্ল্যাটফর্মে থাকা গুটিকয়েক যাত্রী।জানা গিয়েছে, সেই সময় ব্যান্ডেল স্টেশনে কর্তব্যরত ছিলেন আরপিএফ কর্মী আশিস সিংহ। তিনি ওই পরিস্থিতি দেখে ছুটে যান দুই যাত্রীকে বাঁচাতে। কোনওরকমে দুই মহিলাকে প্ল্যাটফর্মের দিকে টেনে নিয়ে আসেন। তাঁদের প্রাণ বাঁচাতে গিয়ে দুই যাত্রীকে নিয়েই প্ল্যাটফর্মে ছিটকে পড়েন তিনি। ঘটনা নজরে আসতেই ট্রেন থামিয়ে দেন গার্ড। এরপর ওই দুই মহিলা যাত্রীকে ওই ট্রেনেই অক্ষত অবস্থায় তুলে দেন কর্তব্যরত আরপিএফ কর্মী আশিস সিংহ। জানা যাচ্ছে, এই ঘটনায় ওই দুই মহিলা যাত্রীর বিশেষ কোনও চোট আঘাত লাগেনি। আরপিএফ কর্মীর তৎপরতায় এ যাত্রায় প্রাণ বাঁচে তাঁদের। তাঁদের ট্রেনে তুলে দেওয়ার পর ছাড়ে হাওড়াগামী ব্যান্ডেল লোকাল (Bandel Local)। গোটা ঘটনা ধরা পড়েছে ব্যান্ডেল স্টেশনের সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera)।