|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে (১৪-২০) জুলাই চলতি বনমহোৎসব সপ্তাহ উপলক্ষে আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত ১ নং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ইছাপুর নীলগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের তত্ত্বাবধনে সুভাষনগর বিবেকানন্দ পল্লী সংলগ্ন স্থানে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয়, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় জনাব এ কে এম ফারহাদ সাহেব, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মাননীয় শ্রী ইন্দ্রনীল সেনগুপ্ত,এসডিও বারাসাত সোমা সাউ মহাশয়,ডিভিশনাল ফরেস্ট অফিসার নিরঞ্জিতা দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব আরসাদ উদ জামান, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সৌগত পাত্র, প্রধান নগেন্দ্রনাথ দত্ত,সহ অন্যান্য বিশিষ্টজনেরা।