|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : শনিবার বিকেলে শেষ হলো দুদিনের ক্রিকেট প্রতিযোগিতা।”সম্প্রীতির জন্য ক্রিকেট” এই আহ্বানকে সামনে রেখে বামপন্থী যুব সংগঠন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) খড়্গপুর শহর দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) ও এনএক্সজি ক্লাবের সহযোগিতায় খড়্গপুর শহরের তালবাগিচা মাঠে অনুষ্ঠিত হলো দু-দিনের ক্রিকেট প্রতিযোগিতা। শনিবার বিকেলে ষোল দলীয় সীমিত ওভারের এই ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনালে গোপালীর ডন ইলেভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খড়্গপুর দুর্গা স্পোর্টিং ক্রিকেট টিম। শুক্রবার প্রথম সেমি ফাইনালে ওয়াই টু কে দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল গোপালীর ডন ইলেভেন ৷অন্যদিকে শনিবার দ্বিতীয় সেমিফাইনালে ফ্রিডম ফাইটারকে পরাজিত করে ফাইনালে উঠে দুর্গা স্পোর্টিং। ফেয়ার প্লে ট্রফি পায় মালঞ্চ স্পোর্টিং ক্রিকেট দল।
পুরস্কার বিতরনী অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর প্রাক্তন সর্রভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিনহা, কাউন্সিলর স্মৃতিকথা দেবণাথ, সমাজসেবী শিক্ষক অমিতাভ দাস, হরেকৃষ্ণ দেবনাথ,ডিওয়াইএফআই- এর পক্ষে উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অমৃতাভ ব্যানার্জী, লোকাল কমিটির সভাপতি দুর্মদ দেবনাথ, সম্পাদক সহদেব ঘোষ,ডি কুমার রাও, মুকুল দে,এবিটিএ’র পক্ষে উপস্থিত ছিলেন সুশান্ত খান, রবিশঙ্কর চ্যাটার্জী, সিদ্ধার্থ সরকার, গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে উপস্থিত ছিলেন খড়্গপুর দক্ষিণ লোকাল কমিটির সম্পাদিকা কস্তুরী দাস, সভানেত্রী নিভা পালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার, তথা সেলিব্রিটি ক্রিকেট লীগের কোচ সুশীল শিকারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, কুইজ মাস্টার শিক্ষক অরিন্দম দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই প্রতিযোগিতায় ফাইনালে ম্যান-অব্-ম্যাচের পাশাপাশি ম্যান-অব্-দি-সিরিজ হন দুর্গা স্পোর্টিং এর রাহুল পান্ত্রী।বেষ্ট বোলার ওবং বেস্ট ফিল্ডার নির্বাচিত হন যথাক্রমে দুর্গা স্পোর্টিং দলের অবিনাশ সিং ও ছোটু। সেরা ব্যাটসম্যানের শিরোপা পান,কুচলাচটির ফ্রিডম ফাইটার দলের তারিক আনোয়ার। সেরা উইকেট রক্ষকের শিরোপা পান দুর্গা স্পোর্টিং এর সোমা। খেলার মাঠে বাংলা, হিন্দি, ইংরেজিতে ধারাবিবরণী দেওয়ার পাশাপাশি ইউ টিউব এর মাধ্যমে খেলা সরাসরি সম্প্রচার করা হয়।।