|
---|
নিজস্ব সংবাদদাতা :নছিপুর আদিবাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দু দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১০ ও ১১ এপ্রিল, ২০২৩। সঙ্গে ছিল নয় টি মনীষী ও ক্রীড়াবিদ দের আবক্ষ মূর্তি স্থাপন, ৪ টি পানীয় জলের একোয়াগাড় স্থাপন, ক্রীড়াঅঙ্গনের গ্যালারি উদ্বোধন ইত্যাদি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধুরামচাঁদ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পাণ্ডা, সাহিত্যিক ও ক্রীড়াবিদ খেরওয়াল সরেন, নিবন্ধক ডঃ জয়ন্ত কিশোর নন্দী; বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বিধায়ক কেশিয়াড়ি বিধানসভা, বিডিও কেশিয়াড়ি ব্লক, প্রাক্তন ছাত্র ও প্রকাশক রিংকু চক্রবর্তী, প্রাক্তন ছাত্র ও ফরেন্সিক বিশেষজ্ঞ হরেন্দ্র নাথ সিং, প্রাবন্ধিক ও আদিম জনজাতি গবেষক ডঃ শান্তনু পাণ্ডা, প্রধান শিক্ষক বসন্তপুর হাইস্কুল, প্রধান শিক্ষক বিপ্লব আঢ্য, প্রধান শিক্ষক উচ্চাহার বিদ্যালয়, জাতীয় শিক্ষক লাউদহ বিদ্যালয়, অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন পড়িয়া ও সভাপতি সৌমেন তেওয়ারি। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।