অয়নের প্রীতিভোজ অনুষ্ঠানে অভিনব এক রক্ত দান শিবির

নতুন গতি প্রতিবেদক : পূর্ব বর্ধমান জেলার, জামালপুর থানার পারাতলা ১নঃ গ্রাম পঞ্চায়েতের পারাতলা গ্রামের অয়ন চক্রবর্তী র সঙ্গে বর্ণালী সাহা র শুভ বিবাহ ঘটে, আজ তাঁদের প্রীতি ভোজ অনুষ্ঠানে তাঁরা এক “স্বেচ্ছায় রক্ত দান শিবির” র আয়োজন করেন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায়। শিবিরটি পরিচালনা করে “আকাশ” নামক সেখানকার স্বেচ্ছাসেবী সংস্থা। মূলত সেই সংস্থার কর্নধার অয়ন বাবু নিজেই।

    রক্ত দান শিবিরে পাত্র সহ তাঁর দিদি,কাকা, আত্মীয় ও বন্ধুরা রক্ত দান করেন। অনুষ্ঠানে শত ব্যাস্ততার মধ্যেও ২১জন রক্ত দেন।

    পাত্র অয়ন নিজে একজন সমাজকর্মী, সারা বছর বিভিন্ন সেবা মূলক কাজে যুক্ত থাকেন তাঁরা। এছাড়াও তাঁদের সংস্থার মাধ্যমে তারা রাত-দিন এক করে রক্ত বা রক্ত দাতা যোগাড় করেন প্রয়োজনীয় অসহায় রোগীদের জন্য। করোনা কালে রক্তের সংকট মেটাতে এবং সমাজে রক্ত দানের গুরুত্বকে মান্যতা দিয়ে তাঁদের এই অভিনব উদ্যোগ। এমন অভিনব উদ্যোগে খুশী আত্মীয় ও প্রতিবেশীরা।