|
---|
নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়িতে স্যাটেলাইট ফোন সমেত গ্রেপ্তার হলেন ১ মার্কিন নাগরিক। আজ অর্থাৎ শনিবার বাগডোগরা বিমানবন্দর থেকে স্যাটেলাইট ফোন সমেত ওই মার্কিন নাগরিককে গ্রেফতার করা হয়। বাগডোগরা বিমানবন্দর থেকে ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া যায় স্যাটেলাইট ফোন, নাম থমাস। সিকিম থেকে বিমানে করে বাগডোগরা এসেছিল সে, উদ্দেশ্য ছিল বাগডোগরা থেকে বিমান করে দিল্লি যাওয়া। ওই ব্যক্তির কথাবার্তার মধ্যে অসংগতি থাকবার জন্য পুলিশ তাকে গ্রেফতার করে। এদিন তাকে আদালতে তোলা হয় বলে জানা গেছে, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিষয় এক পুলিশকর্তা জানিয়েছেন স্যাটেলাইট ফোন সাধারণত সাধারণ নাগরিকরা ব্যবহার করে না। তাই জঙ্গি কার্যকলাপের বিষয়ে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে।