সুটকেসের ভিতরে আস্ত কুমির

নিজস্ব সংবাদদাতা : জার্মানি মিউনিখ বিমানবন্দরে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এক ব্যক্তির সুটকেসের ভেতর থেকে একটি আস্ত কুমির উদ্ধার করা হয়েছে। মিউনিখ বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল ৪২ বছর বয়সী ওই ব্যক্তির। রুটিন চেকিং করবার সময় সুটকেসের মধ্যে কিছু একটা রয়েছে স্ক্যানারের তা ধরা পড়ে।এরপর সুটকেস খুলতেই হতবাক হয়ে পড়েন কাস্টমস কর্মীরা। সুটকেসের ভেতরে রয়েছে একটি আস্ত কুমির, পলিথিনে সেটি প্যাকিং করা আছে। শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল কুমিরটি। তাকে দ্রুত উদ্ধার করে দ্রুত চিকিৎসা করা শুরু হয়। এ বিষয়ে জানা গেছে সে আগের তুলনা কিছুটা ভালো আছে। ঘটনাটি ঘটেছে গত মাসে, প্রথমে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, এরপরে তা ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। ঘটনার বিষয় শুনে হতবাক হয়েছেন অনেকে।