|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: মঙ্গল বার সকালে দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত শিয়ালদাহ দক্ষিন শাখার নেতরা ও বাসুল ডাঙ্গা রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় দোষআনি পল নামে পরিচিত ঐ যায় গায় রেল লাইনের পাশে এক অপরিচিত ২৫,৩০ বয়সী মহিলা ব্যাক্তি গলাকাটা রক্তাক্ত দেহ অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় মানুষজন।তার পরই খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানায়,সাথে সাথে পুলিশ গিয়ে ঐ ব্যাক্তি কে উদ্ধার করে
পরবর্তীতে মৃতদেহ টি কে ময়না তদন্তের জন্য নিয়ে যায় ডায়মন্ড হারবার পুলিশ মরগে। স্থানীয় সূত্রে জানা যায় সাত সকালে গলাকাটা মহিলার রক্তাক্ত দেহ দেখতে পায়,মৃত মহিলার পাশে প্রেপকৃপ্সান,ছাতা সহ একটা ছুরি পরে থাকতে দেখেন,মৃত মহিলার পরিচয় জানা যায়নি।পাশে পড়ে থাকা প্রেপকৃপ্সানে রেজিনা খাতুন নাম আছে বলে জানায়। মৃত মহিলার ঐ খানে মেরেছে না অন্য কোথাও মেরে ঐ রেল লাইনের পাশে ফেলে রেখে দিয়েছে! তবে সাত সকালে কি কারণে এমন খুন তা এখনো জানা যায়নি।তবে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঐ এলাকায়। ডায়মন্ড হারবার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।