|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- সামনে পঞ্চায়েত নির্বাচন তারই আগেই এখন থেকে প্রত্যেকে নিজেদের ঘর গুছাতে শুরু করে দিয়েছে। এদিন মগরাহাট পশ্চিম বিধান সভার অন্তর্গত একতারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একতারা দলীয় কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন একতারা পঞ্চায়েত প্রধান মৌসুমী হালদার,একতারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফেলুরাম হালদার, একতারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অমলেন্দু ঘাটা, একতারা অঞ্চলের সভানেত্রী রুনা জানা,হাজী মোবারক মোল্লা সহ অঞ্চলের আরো অন্যান্য নেতৃত্ব থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থক। অঞ্চল সভাপতি ফেলুরাম হালদার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে এদিন দলীয় কর্মীদের নিয়ে এক পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সভা করা হয়।