ইলেকট্রিকে পোস্ট এ কাজ করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের, চাঞ্চল্য এলাকায়

মেহবুব আলম, নতুন গতি, দক্ষিন ২৪ পরগনা : দক্ষিন ২৪ পরগনা চুনাখালী গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া চিরঞ্জিৎত মালি (২৫) বিদ্যুতের ইলেকট্রিকের পোস্টে উঠে একা কাজ করছিলেন, উপরের হাইটেনশন লাইনের তার হঠাৎই তার মাথায় ঠেকে মৃত্যু হয় তার। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য।

     

    ইলেকট্রিক দপ্তর সূত্রে খবর বিদ্যুতের খুঁটিতে হুকিংয়ের তার লাগাতে গিয়ে, উপরের হাইটেনশন লাইনের তার তার মাথায় ঠেকে যায়। ওই ব্যক্তি ইলেকট্রিক দপ্তর এর কোন কর্মী নয় বলে জানান ইলেকট্রিক দপ্তর।

     

    পরবর্তীতে ঘটনাস্থলে আসে বাসন্তী বিশাল পুলিশ বাহিনী ও ইলেকট্রিক দফতরের কর্মীরা। ইলেকট্রিক দপ্তর ও পুলিশের সহযোগিতায় মৃতদেহ টিকে নিচে নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাসন্তী থানার পুলিশ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের একমাত্র রোজগেরে ব্যাক্তি ছিলো চিরঞ্জিত, বাড়িতে ছিল অসহায় মানসিক ভারসাম্যহীন বাবা ও মা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে ব্যাপক শোকের ছায়া। তবে সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ।