|
---|
রাহুল রায, পূর্ব বর্ধমান: ১১ সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের আউসগ্রাম ১নং ব্লকের কয়রাপুর গ্রামের হাটতলায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক যুবক। ওই যুবকের নাম বুদো দত্ত, বয়স (২৬)। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল পাঁচটায় সময়। এই ঘটনার জেরে NH2 প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায়।পরে আউসগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহটিকে পোসমাডাম এর জন্য বর্ধমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় আউসগ্রামের কয়রাপুর গ্রামের হাট তলায়।