হেরোইন নেশার প্রতিবাদ করতে গিয়ে নেশাগ্রস্তদের হাতে আক্রান্ত হলেন এক যুবক

নিজস্ব প্রতিবেদক:- হেরোইন নেশার প্রতিবাদ করতে গিয়ে নেশাগ্রস্তদের হাতে আক্রান্ত হলেন এক যুবক । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের জীবন্তি হল্ট স্টেশনের কাছে। গুরুতর আহত অবস্থায় সুরোজ সেখ নামের আক্রান্ত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।বহরমপুরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা, আক্রান্ত সুরোজ সেখ জানান, “বৃহস্পতিবার রাত্রে তিনজন ছেলে মাদক দ্রব্য হেরোইন খাচ্ছিল। আর তার প্রতিবাদ করতেই আমার ওপর হামলা চালায় এবং মারধর করে। এরপর রক্তাক্ত অবস্থায় রেলের লাইনের ওপর আমাকে ফেলে মাথায় পাথর দিয়ে আঘাত করতে থাকে।” স্থানীয় বাসিন্দারা সুরোজ সেখের চিৎকার শুনে ছুটে আসে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করেন বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুরোজ। এই ঘটনার জেরে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।সম্প্রতি মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে, ভগবানগোলা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হেরোইন ও অন্যান্য মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। ঘটনায় আটক করা হয়েছে একাধিক জনকে। মাদক দ্রব্য ও হেরোইন যে অত্যন্ত ক্ষতিকর নেশা, তা যে সর্বনাশ ডেকে আনছে, তা নিয়েও একাধিকবার প্রচার চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তারপরও যুব সমাজের মধ্যে হেরোইনের আসক্তি কাটানো সম্ভব হচ্ছে না। এদিন তার প্রতিবাদ করতেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিন্দার ঝড় তুলেছেন জেলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ জন।