রাজনগরের বান্দি গ্রামে ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের

রাজনগরের বান্দি গ্রামে ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের

     

     

     

    খান আরশাদ, বীরভূম: বীরভূমের রাজনগরের বান্দি গ্রামে ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম লালটু বাউরি। বাড়ি দুবরাজপুরের বেলবুনি গ্রামে। রাজনগরে তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। পরিবার সূত্রে জানা গেছে লালটু বাউরী ট্রাক্টর চালাচ্ছিলেন। বান্দি গ্রামে পুকুর কাটার কাজে মাটি ফেলার কাজ করছিলেন ওই যুবক। সেসময়ই ট্রাক্টর চালাতে চালাতে হঠাৎ অসাবধানতাবশত তিনি ট্রাক্টর থেকে পড়ে যান এবং ট্রাক্টর চাপা পড়ে যান। তড়িঘড়ি তাকে রাজনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাজনগর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতলে পাঠায়।