জমি-বিবাদের  জেরে মালদার চাঁচলে গুলি করে খুন এক যুবক

নিজস্ব সংবাদদাতা : জমি-বিবাদের  জেরে মালদার চাঁচলে গুলি করে খুন করা হল এক যুবককে (Youth Killed)। দেহ উদ্ধারে গেলে পুলিশকে (Police) ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নিহত যুবককে দলীয় কর্মী বলে দাবি করে, খুনের নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটে ওই এলাকা হাতছাড়া হওয়ার আক্রোশে মিথ্যা অভিযোগ বলে পাল্টা দাবি করেছে বিরোধীরা।