জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু তরুণীর

নিজস্ব সংবাদদাতা: চিকিৎসার জন্য বর্ধমান শহরে এসে যে এই দুর্ভোগের সামনে পড়তে হবে তা, ভাবতেও পারেননি তরুণী। রাস্তায় জলের তলায় পড়েছিল বিদ্যুতের খোলা তার! তাতেই বিদ্যুতস্পৃষ্ট হতে হল তাঁকে।

    উদ্ধার করতে গিয়ে আহত হন তাঁর সঙ্গীও। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে মঙ্গলবার দুপুরে বর্ধমান শহরের খোসবাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই তরুণী। তাঁর নাম লাবনী সরকার। বাড়ি বর্ধমানের বড়শুল গ্রামে।

    এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় । তরুণীকে সঙ্গে করে নিয়ে আসা তাঁর সঙ্গী বর্ধমানের কলানবগ্রাম এলাকার বাসিন্দা কাঞ্চন ঘোষও বিদ্যুতস্পৃষ্ট হয়েছেন।কাঞ্চন জানান, এদিন সকালে ওই তরুণীকে নিয়ে বর্ধমান মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। সেখানে ডাক্তার দেখিয়ে তাঁরা হেঁটে ফিরছিলেন। খোসবাগানে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সামনে তিন মাথা মোড়ের কাছে একটি ইলেকট্রিক পোলের সামনে আসতেই হাৎই লাবনী রাস্তায় পরে যান। সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাস্তায় প্রচুর জল জমে ছিল।

    কাঞ্চন ঘোষ বলেন, লাবনী হঠাৎই রাস্তায় পড়ে যাওয়ায় তিনি ভেবেছিলেন হয়তো কিছুতে হোঁচট খেয়ে পড়ে গেছে। দ্রুত তাঁকে রাস্তা থেকে তুলতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে যান। এর পরই তিনি বুঝতে পারেন কী ঘটতে চলেছে!