|
---|
নিজস্ব সংবাদদাতা: ২৮৩ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) এবং ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম সুমন মাঝি।নদীয়া জেলার বাসিন্দা।
জানা গিয়েছে, এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে কলকাতা থেকে ব্রাউন সুগার পাচার করতে শিলিগুড়িতে পৌঁছেছে এক যুবক।এই খবর পেয়ে ভক্তিনগর থানা অন্তর্গত চন্ডাল মোড় এলাকায় অভিযান চালিয়ে যুবককে গ্রেফতার করা হয়।ধৃতের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৮৩ গ্রাম ব্রাউন সুগার।যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।
ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়েছে।আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।