বিজেপি মুক্ত দেশ গড়ার আহ্বান উঠে এলো আসসাদিক ওয়েলফেয়ার ট্রাস্টের আলোচনা সভায়

নিজস্ব সংবাদদাতা, হুগলি: বিজেপি মুক্ত দেশ গড়ার আহ্বান, 16.04.19হুগলির ভাস্তারা বাজারে, আসসাদিক ওয়েলফেয়ারট্রাস্টের এক আলোচনা সভা হয়েগেল। সাংগঠনিক আলোচনা ছাড়াও আগামি দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। অলবেঙ্গল মাইনোরিটি আ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না উপস্থিত হয়ে বক্তব্যেবলেন, বিজেপি মুক্ত দেশ গড়ার আহ্বান করেন, কারন বিজেপি, আর এস এস, এরা উস্কানিমুলক মন্তব্য লিফলেটে লিখে ছারচে, যেমন হিন্দু রাষ্ট্র গড়া হবে, মুসলমান দের সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করেছে। বাংলা তথা সারা ভারত বর্ষে শান্তির জায়গা, মৈত্রির জায়গা তৈরী করতে হলে বিজেপি মুক্ত দেশ গড়ুন। সুভবুদ্ধি সম্পন্ন মানুষ কে বলব ভোট ভাগাভাগি হতে দেবেনা। সভাপতিত্ব করেন মৌলানা সাহাবুদ্দিন, আসসাদিক ওয়েলফেয়ারট্রাস্টের সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক রিয়াজুল ইসলাম। দেশবাসীর জন্য দোয়া করে সমাপ্ত করা হয়।