জলপাইগুড়িতে আম আদমির পোস্টারে পোস্টারে ছয়লাপ

নতুন গতি :একমাস আগে জলপাইগুড়ির কদমতলাতে একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হয়েছিল আম আদমী পার্টির।আর তার একমাসের মধ্যেই গোটা জলপাইগুড়িতে পোস্টারে পোস্টারে ছয়লাপ গোটা জলপাইগুড়ি। গত সপ্তাহে বিজেপীর কিষান মোর্চার নেতা নবেন্দু সরকার যোগদান করেন আপে।তিনি জানান আম আদমী পার্টি মানুষকে সঠিক জায়গাতে নিয়ে যাবে। গোটা জলপাইগুড়ি শহরে আম আদমী পার্টির সদস্য হতে চেয়ে মিস কল দিতে বলা হচ্ছে।এদিকে খবর জলপাইগুড়ি শহরের বহু অরাজনৈতিক ব্যক্তিরা আগ্রহ দেখাচ্ছেন আপে যোগ দেবার। সামনেই জলপাইগুড়ির আশেপাশে পঞ্চায়েত নির্বাচন।তাই তোড়জোড় শুরু করেছে আম আদমী পার্টি।বিজেপী এবং তৃণমূল কংগ্রেসের বহু বিক্ষুদ্ব মানুষ আপে যোগাযোগ করছেন দলে আসার জন্য।এবিষয়ে জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের নেতা সৈকত চক্রবর্তী জানান আমি শুনেছি আপ বেশ ভালভাবে মাঠে নেমেছে,জায়গায় জায়গায় পোস্টার দিচ্ছে।তবে বিজেপী থেকেই বেশী যাচ্ছে আপে,যারা বিক্ষুদ্ব তারাই যোগদান করছেন আপে। তৃনমুল কংগ্রেসের কোন ক্ষতি হবে না এতে।তবে এত কম সময় নিয়ে আপ যেভাবে জলপাইগুড়ির চারিদিকে ছড়িয়ে পড়েছে তাতে অবাক স্থানীয় মানুষ।তারা জানিয়েছেন এভাবে কিছুদিন চললে আপ বাংলাতে প্রচুর জায়গাতে নিজেদের প্রভাব বিস্তার করতে পারবে।