|
---|
মালদা: মালদার রতুয়ার ২নং ব্লকের পর এবার রতুয়া ১নং ব্লকের রতুয়া স্ট্যান্ডে,, সংগঠন বাড়াতে ফের সদস্য সংগ্রহের ক্যাম্প দিল আম আদমি পার্টি।
পাঞ্জাবে বিপুল ভোটে জয়ের পর ,মালদার ইংরেজবাজার পোস্টারিং করতে দেখা যায় আম আদমি পার্টির সদস্যদের একদিন আগে রতুয়া ২নং ব্লকের পরানপুর স্ট্যান্ডে ক্যাম্পেইন করে জনসংযোগ অভিযান চালায় এবার মালদা জেলার রতুয়ার স্ট্যান্ডে ক্যানোপি ক্যাম্পেইন ও জনসংযোগ অভিযান চালালেন জেলার আপ কর্মীরা। ক্যাম্প করে সদস্য সংগ্রহ করতে দেখা গেল’ আম আদমি পার্টির কর্মীদের
এদিন বাংলা নির্মাণ অভিযান কর্মসূচিতে ছিলেন আম আদমি পার্টির জেলা ইয়ুথ প্রেসিডেন্ট শেখ আজহারউদ্দিন, তিনি বলেন,জনগণের খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে মানুষ দিল্লির উন্নয়ন দেখেছে কেজরিওয়াল দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে আমাদের এখানে সদস্য সংগ্রহ শুরু হয়েছে,আমরা ব্লকের বিভিন্ন অঞ্চলে ক্যাম্প করব। সামনে পঞ্চায়েত ভোট আছে তাতে সর্বত্র প্রার্থী দেব আমরা।
তবে কি দিল্লি পাঞ্জাবের পরে বাংলায় নজর AAP এর।