“করোনা” মোকাবিলায় গরীব দুঃস্থদের পাশে ‘আঁচল’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন

“করোনা” মোকাবিলায় গরীব দুঃস্থদের পাশে ‘আঁচল’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন

    নতুন গতি প্রতিবেদক : চলছে লকডাউন আর এরই মাঝে মালদা জেলার বৈষ্ণবনগরের বহু পরিবারের দিন কাটছে না খেয়ে। তাদের পাশে দাড়িয়েছে “আঁচল” নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠন এর তরফ থেকে কালিয়াচক -৩ নং ব্লকের বেশ কিছু এলাকায় প্রায় ১০০ জন দুস্থ ও ভিন রাজ্যে অবস্থানকারী শ্রমিকদের বাড়িতে ত্রান বিতরণ করলো এই সংগঠন।

    বর্তমানে করোনা মহামারী পরিস্থিতিতে দুস্থ – দরিদ্র্য, দিন আনে দিন খাওয়া মানুষের ও ভিন রাজ্যে অবস্থানকারী শ্রমিকদের বাড়ির মানুষের অবস্থা খুবই খারাপ। আর সেদিকেই নজর রেখে তাদের মুখে অন্ন তুলে দেওয়াটাই “আঁচল” সংগঠনের পক্ষ থেকে ছোট্ট প্রয়াস।

    সংগঠনের সদস্য ‘বিশাল’ জানান যে, “লকডাউনে অনেকের বাড়ির অবস্থা করুন হয়ে উঠেছে। তাই আমরা কিছু যুবক মিলে তাদের পাশে দাঁড়িয়েছি,পরবর্তীতে আমাদের সংগঠন আরো মানুষদের পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর।

    তিনি সকলের কাছে আবেদন করেছেন সকলে মিলে যদি ওই সকল দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারলে তারা খুব উপকৃত হবে। এবং অন্তত তাদের মুখে একবেলার পৌঁছাবে। তাই তারা খুশি এই খাদ্যের যোগান দিয়ে ও কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরে৷