|
---|
রাজু আনসারী, সুতি : গ্রামীন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এবার যাবতীয় আবর্জনা তুলে আনবে ই-কার্ট নামক এক বিশেষ গাড়ি। রবিবার সামশেরগঞ্জ ব্লকে এই প্রথম ই-কার্ট গাড়ি প্রদান করে সামশেরগঞ্জ ব্লক প্রশাসন। বিডিও অফিস প্রাঙ্গনে এক অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে সামসেরগঞ্জের দোগাছি নপাড়া গ্রাম পঞ্চায়েত এবং ভাসাইপাইকর গ্রাম পঞ্চায়েতকে তিনটি করে মোট ছয়টি গাড়ি প্রদান করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যেই বাকি আরো সাতটি পঞ্চায়েতকে এই গাড়ি প্রদান করা হবে বলেই জানিয়েছে ব্লক প্রশাসন। এদিনের ই-কার্ট গাড়ি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লোধ, পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস সহ-সভাপতি আনোয়ারা বেগম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। সামশেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লোধ জানান, এই ই-কার্ট গাড়ি গ্রামে গ্রামে ঘুরবে এবং বাড়ির যাবতীয় আবর্জনা তুলে নিয়ে এসে পঞ্চায়েত এলাকার একটি করে বিশেষ পচনশীল শেড তৈরি করে সেখানে আবর্জনা গুলো রাখা হবে। এদিকে পৌরসভা এলাকার মত এই প্রথম সামসেরগঞ্জ ব্লকে অভিনব উদ্যোগ নিয়ে ই-কার্ট গাড়ির মাধ্যমে আবর্জনা মুক্ত করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও বিশিষ্ট জনেরা।