|
---|
হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলীর দেউলবাড়ী দেবীপুর অঞ্চলের দেউলবাড়ির বছর সাঁইত্রিশের আবুরালী মোল্লা ডাকনাম বাবুসোনা।
গত শনিবার আবুরালী তার নৌকা নিয়ে সাজাহান মোল্লা ,তোয়েব আলি মোল্লা,জয়নাল সেখ, মুর্শিদ আলম সেখ, রহিচ গোলদার সহ ৬ সঙ্গী কে নিয়ে বনদপ্তর থেকে বৈধ পাস সংগ্রহ করে মাছ ধরার উদ্দেশ্যে সুন্দরবনের জঙ্গল সংলগ্ন নদী খাঁড়িতে যায়। বানচাবরি ধষের খালের ধারে মাছ ধরছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মাছ ধরার মুহূর্তে হঠাৎ জঙ্গল থেকে একটি বিশাল আকার এক বাঘ এসে আবুরালী মোল্লার উপরে ঝাঁপিয়ে পড়ে। পাশে থাকা পাঁচ সঙ্গী বাঘের মুখ থেকে আবুরালীকে ছাড়াবার চেষ্টা করলেও তাদের চেষ্টা বিফল হয়। বাঘ আবুরালীকে তুলে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে চলে যায়। সঙ্গীরা মাছ ধরার সকল উপকরণ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ও তারা বাবুসোনার বাঘে তুলে নিয়ে যাওয়ার এই সংবাদ বাড়িতে জানায়। গ্রামের মানুষজন দলে দলে বাবুসোনার বাড়িতে আসতে থাকে। অবশেষে প্রত্যক্ষদর্শী দের সঙ্গে নিয়ে বনদপ্তরের কর্মীরা দেহ উদ্ধার করার জন্য সুন্দরবনের জঙ্গলে যায়। এখনো পর্যন্ত আবুরালীর খোঁজ কোনরূপ মেলেনি। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য আবুরালী। স্ত্রী বৃদ্ধ পিতা মাতা ও তিন সন্তান বর্তমান। নদীর চরে বসবাসকারী এই পরিবারটি এক চিলতে মাটির বাড়িতে থাকে। পরিবারের রোজগারে চলে যাওয়ায় তারা এই মুহূর্তে মহাসংকটে।