|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : গতকাল রাতে সাগরদিঘী থানার অন্তর্গত মোরগ্রাম মোড়ে নাকা চেকিং করার সময় পাঁচটি আর্মস ও পাঁচটি কার্তুজ সহ একজন কে গ্রেফতার করলো জঙ্গিপুর পুলিশ জেলার সাগরদিঘী থানার পুলিশ। জঙ্গিপুর জেলার পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে সাংবাদিক সম্মেলন করে জানান যে,গত কাল রাত্রে সাগরদিঘীর ওসি অভিজিৎ সরকার গোপন সূত্রে খবর পেয়ে মোড়গ্রামে নাকা তল্লাশি চালিয়ে পাঁচটি আর্মস ও কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করল সাগরদিঘী থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি লালগোলা এলাকায়। পুলিশ ১৪ দিনের হেফাজত চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালত পাঠানো হয়। এই অভিযুক্তর সাথে আর কেউ জড়িত আছে কিনা তদন্ত শুরু করেছেন সাঘরদিঘী থানার পুলিশ। ।